যশোরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, চৌগাছায় জমি দখল চেষ্টার অভিযোগে

Date:

যশোরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, চৌগাছায় জমি দখল চেষ্টার অভিযোগে যশোরের চৌগাছা উপজেলার পলুয়া গ্রামে ক্রয়কৃত জমি দখল চেষ্টার অভিযোগে উঠেছে। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হুমকি ফলে দীর্ঘদিন বাড়ি ছেড়ে পথে পথে মানবেতর জীবন যাপন করছে বলে জানান ভুক্তভোগী আজিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের এ সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, আমি ও আমার ভাই আব্দুল আলিম ২০১৪ সালে চৌগাছা উপজেলার পলুয়া মৌজারা এসএ খতিয়ান ৮৩৮ আর.এস ৭৯১ এস.এ ৮৩৬ আর.এস দাগ ১৩১৩, ১৩১৪, ১৩১৫ নং দাগের ৪২ শতক জমির মধ্যে ৩২ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি স্থানীয় আওয়ামী সন্ত্রাসী মাহতাব উদ্দিন, আশাদুল ইসলাম ও ফারুক হোসেন ঐ জমি জোর পূর্বক দখল করার চেষ্টা চালিয়ে আসছে। ইতিমধ্যে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেছি। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের হুমকিতে আমি দীর্ঘদিন বাড়ি ছেড়ে পথে পথে মানবেতর জীবন যাপন করছি।
আওয়ামী লীগের ক্যাডার মাহাতাব উদ্দিন প্রতারণার মাধ্যমে ৯৯৯ দাগে জালিয়াতি করে ৮৩৬ নাম্বার দাগ উঠিয়ে নিয়েছে। তবে যশোর জেলা রেজিস্ট্রি অফিসে ভলিয়াম বইতে ৯৯৯ দাগের সাথে ৮৩৬ দাগ কোথাও উল্লেখ নাই। তিনি ১৯৭৬ সালের জাল-জালিয়াতি করে নামজারির অবৈধভাবে কাগজ তৈরি করে নিজের জমি দাবি করছে। দীর্ঘ ৫০ বছর পার হলেও তিনি ওই জমি নিজের কখনো দাবি করেননি। ফ্যাস্টিট আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে ওই জমি দাবি করে দখল করতে আসেন। গত বছরের (২০২৪) ৫ আগস্টের পরও তার সেই দখলবাজির উদ্দেশ্যে অব্যাহত রেখেছে। কিন্তু তারপরও ওই সব সন্ত্রাসীরা আমার জমি থেকে আমাকে উচ্ছেদ করার ষড়যন্ত্র চালিয়ে আসছে। ঐ ৩২ শতক জমিতে থাকা একটি মুরগির ফার্ম ভেঙে গুড়িয়ে দিয়েছে। ফলে এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ওই জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ লাগানো ছিল তা কেটে নিয়েছে।
তিনি আরও বলেন, আমার ও আমার ভাই আব্দুল আলিমের যৌথ বৈধ দলিলের ভিত্তিতে আমাদের মালিকানাধীন। কিন্তু মহাতাব উদ্দিন ভুয়া দলিল ব্যবহার করে উক্ত জমির নামজারী করিয়ে নেন। এবং পরে তা আশাদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। বিষয়টি জানতে পেরে আদালতে আপিল মামলা দায়ের করেছি (মামলা নম্বর ৭৫/২৪, তারিখ- ২৯/০৭/২০২৪)। আমাদের বৈধ মালিকানা ও শান্তিপূর্ণ ভোগদখলের পরও প্রতারণামূলকভাবে সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

Popular

More like this
Related

আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদের অঙ্গীকার: তারেক রহমান 

আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাই হোক এবারের ঈদের...

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর...

বিয়াইনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চোখ উৎপাটনের কারণে ঢাকায় রেফার বেয়াই সিরাজুল নিহত 

বিয়াইনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চোখ উৎপাটনের কারণে ঢাকায় রেফার...

রাজধানীতে মারা যাবে ২ লাখ, বিল্ডিংয়ে আটকা পড়বে আরও তিনগুণ মানুষ

দেশে ভূমিকম্পের প্রবল ঝুঁকি রয়েছে। উচ্চ ঝুঁকিতে ঢাকা, চট্টগ্রাম,...