জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শুক্রবার রাতে শহরের খড়কী কলাবাগান পাড়ার কালু শেখ এর মুদি দোকানের সামনে থেকে ১০ মাদক মামলার আসামী মুন্না গাজীকে গ্রেফতার করেছে। সে শহরের খড়কী কলাবাগান পাড়া কালুর বাড়ির ভাড়াটিয়া মৃত রহমান গাজীর ছেলে।
এ সময় তার সহযোগী আরো দথুজন পালিয়ে গেছে। এরা হচ্ছে, শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম ও খড়কী কলাবাগান রেল রেল লাইনের পাশের্ব ফায়েক শেখ এর ছেলে সবুজ শেখ। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ডিবির এসআই আবু হাসান জানান, শুক্রবার ৭ মার্চ রাত আনুমানিক ৮ টার সময় গোপন সূত্রে খবর পেয়ে খড়কী কলাবাগান পাড়াস্থ জনৈক কালু শেখ এর মুদী দোকানের সামনে অভিযান চালায়।
এসময় সেখানে ডিবি পুলিশের পোশাক দেখে মাদক বিক্রেতা মুন্না গাজীসহ তার সহযোগী শহিদুল ইসলাম ও সবুজ শেখ পালানোর এক পর্যায় মুন্না গাজী গ্রেফতার হয়। এসময় মুন্না গাজীর শরীরে বঁাধা অবস্থায় ২শথ গ্রাম গঁাজা উদ্ধার করে। ডিবিথর এসআই আবু হাসান জানান, গ্রেফতারকৃত মুন্না গাজীর বিরুদ্ধে মাদক আইনে ১০ মামলা চলমান রয়েছে। শনিবার ৮ মার্চ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।