যশোর কেশবপুরে ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

Date:

যশোর কেশবপুরে ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ যশোরের কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়েছে দূর্বত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।

চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস জানান, তিনি তার স্ত্রী, ছেলেও পুত্রবধুকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে ৩০-৪০ জন দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ি ভাঙচুর শুরু করে। তাদের মধ্যে কয়েকজন বাড়ি উঠানে থাকা চারটি ধানের গোলায় আগুন জালিয়ে দেয়। একই সাথে তার উঠানে থাকা একটি স্যালো মেশিন, গ্যাসের সিলিন্ডার ও ২০টি পাম্প মেশিনেও আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অল্পের জন্য তার বাড়িটি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়।

যশোর কেশবপুরে ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ এ বিষয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান,চেয়ারম্যান আব্দুল কাদেরের বাড়ির নিচতলায় ঘরের জানালা ও দরজা ভাঙচুর করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। বাড়ির সামনে চারটি তেলের ড্রামে তেল ছিলো। ওই তেলে আগুন ধরিয়ে দিলেই ধানের গোলায় আগুন ধরে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে চেয়ারম্যান মুখ খুলছেন না। বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে।

ফায়ার সার্ভিস কেশবপুর স্টেশন ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। নয় কিলোমিটার যাওয়ার পর জানতে পারেন আগুন নিয়ন্ত্রনে চলে এসেছে। পরে টিম নিয়ে স্টেশনে ফেরত আসেন।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,খবর শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিযেছে। তদন্ত চলছে।
উল্লেখ্য, আব্দুল কাদের বিশ্বাস ১৯৯৬ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি সাদেক সাহেবের হাত ধরে রাজনীতিতে যোগদান করেন। বর্তমানে তিনি মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে, আওয়ামীলীগে তার কোনো পদ নেই। সরকার পতনের পর তার পক্ষে- বিপক্ষে চলছিলো নানা আলোচনা ও সমালোচনা।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...