যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন আরচার দিয়া-রোমানও!

Date:

ফেডারেশন নিষিদ্ধ করায় খেলার সুযোগ পেতেন না দেশের প্রথম অলিম্পিয়ান আরচার রোমান সানা। এ নিয়ে ক্ষোভও উগড়ে দিয়েছিলেন দেশের প্রথম আরচার হিসাবে সরাসরি অলিম্পিকে খেলা এই ক্রীড়াবিদ। ইনজুরির কারণে দিয়া সিদ্দিকীও খুব একটা সুযোগ পেতেন না দলে। তাছাড়া প্রিয় খেলায় আর্থিক নিশ্চয়তা ছিল না বললেই চলে। তাই উন্নত জীবনের আশায় এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী দম্পতি।

২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গেছেন তারা। অসিম কুমার দাস ও হাকিম আহমেদের পর তৃতীয় ও চতুর্থ আরচার হিসাবে যুক্তরাষ্ট্রে গেলেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন এই দম্পতি। জানা গেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে কোচ হিসাবে কাজ করবেন তারা। কারণ দুজনই অলিম্পিয়ান আরচার। তাই তাদের কদর রয়েছে যুক্তরাষ্ট্রের মতো দেশে।

২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য যুক্তরাষ্ট্রের মাল্টিপল ভিসা (পাঁচ বছর) পেয়েছিলেন আরচাররা। ওই আসরে রোমান সানা, দিয়া সিদ্দিকী, হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায় খেলেছিলেন। সেই ভিসাতেই পরে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অসিম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেল।

দিয়া সিদ্দিকীর বাবা নুর আলম সিদ্দিকী বলেন, ‘বুধবার ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারব না।’ তিনি যোগ করেন, ‘দিয়া বেশ কিছুদিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। সে বলেছিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি, চিকিৎসা করাতেই গেছে সে।’

জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক দুই শিষ্যের দেশত্যাগের বিষয়ে বলেন, ‘আমি খবরটা শুনে হতবাক হয়েছি। আমি ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। বুধবার ঢাকায় ফিরেছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেল কিনা বলতে পারব না। এ ব্যাপারে খোঁজ নিয়েই আসলে মন্তব্য করতে পারব। তবে এরকমটা যদি ঘটে থাকে, সেটা হবে দুঃখজনক।’

আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলেছেন, ‘ওরা যুক্তরাষ্ট্রে গেছে এক সপ্তাহ হলো এটা শুনেছি। ফেডারেশনকে বলে যায়নি। ছুটিতে থাকা অবস্থায় দেশ ছেড়েছে। এমনিতে ওদের পারফরম্যান্স খারাপ ছিল।’

ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে হবে আরচারির এশিয়া কাপ। মার্চে বিশ্বকাপের স্টেজ ওয়ান টুর্নামেন্ট। এছাড়া ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপ হবে সৌদি আরবে। বাংলাদেশে নভেম্বরে হবে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। আরও কিছু টুর্নামেন্ট মিলিয়ে জাতীয় আরচারি দলের ব্যস্ত সূচি এই বছর।

অক্টোবরে জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ শেষে ক্যাম্প থেকে সবাইকে ছুটি দেওয়া হয়েছিল। জাতীয় দলের সব আরচারের আজ ক্যাম্পে যোগ দেওয়ার কথা। আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে আগামী শনিবার থেকে শুরু হবে এই ক্যাম্প। কিন্তু তার আগেই দিয়া সিদ্দিকী চলে গেলেন যুক্তরাষ্ট্রে।

Popular

More like this
Related

যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

আজ শুক্রবার বাদ আছর যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন শাখার...

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ যশোরের মাহিদিয়া...

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত যশোরের...

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...