যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় মিলল শতাধিক লাশ

Date:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে শতাধিক লাশের সন্ধান পেয়েছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে সেখান থেকে পচা-গলা এসব লাশ উদ্ধার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলার সময় একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী হাইথাম হামস বলেন, ‘গত দুই দিনে আমরা ১২০টি পচা মৃতদেহ উদ্ধার করেছি। সেগুলো সম্পূর্ণরূপে পচে গেছে এবং কেবল কঙ্কালের অবশিষ্টাংশ রয়েছে। এসব লাশ গাজার বেসামরিক জনগণের ওপর ইসরায়েল কর্তৃক পরিচালিত ধ্বংসযজ্ঞের মাত্রা প্রকাশ করে।

যুদ্ধ বিরতি চুক্তির পর গাজার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো এখনও গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি উন্মোচন করছে এবং ধ্বংসস্তূপের নিচে পচে যাওয়া মৃতদেহগুলি উদ্ধার করছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৭ হাজার ১০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহক হয়েছেন ১ লাখ ১১ হাজার ১৪৭ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এর থেকে বেশি। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, বহু মৃতদেহ পড়ে আছে এসব ধ্বংসস্তূপের নিচে। যুদ্ধকালীন সময়ে আক্রান্ত এসব স্থানে ঠিকভাবে পৌঁছাতে বা উদ্ধারকার্য চালাতে পারেনি প্রতিরক্ষা দলগুলো।

Popular

More like this
Related

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা প্রথম লেগে এগিয়ে থাকা...

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর...