শার্শায় বোমা হামলার দু’সপ্তাহ পার: গ্রেফতার হয়নি রেজাউল-জনি বাহিনীর সদস্যরা, এলাকায় আতঙ্ক

Date:

যশোরের শার্শার কন্যাদহ গ্রামে বোমা হামলায় জড়িতরা গত দুই সপ্তাহেও গ্রেফতার হয়নি। হামলায় জড়িত কন্যাদহ গ্রামের রেজাউল ও জনি বাহিনীর সদস্যরা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সূত্র মতে,২১ফেব্রুয়ারি রাতে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদের বাড়িতে রেজাউল ও জনি বাহিনীর একাধিক মামলার আসামি সন্ত্রাসী ডবলু, মাদক বিক্রেতা আশানুরসহ ২০-৩০ জন ২৫ থেকে ৩০ টি বোমা হামলা চালায়।
কন্যাদহ গ্রামের সেলিম জানান, কন্যাদহে চাঁদাবাজি ও ঘের দখলে প্রতিবাদ জানায় শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন রোকনুজ্জামান জনি ও তার ভাই রেজাউল। শহিদকে মারতে গত দুই সপ্তাহ আগে রেজাউল ও জনি বাহিনীর সদস্য জিরেনগাছা গ্রামের সন্ত্রাসী ডাবলু, মাদক বিক্রেতা আশানুর ২০-৩০টি বোমা হামলা চালায়। এতে ৭/৮ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি বোমা উদ্ধার করে।
এদিকে,বোমা হামলার ঘটনায় কন্যাদহের শাহ আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলায় আসামিরা হলেন, কন্যাদহ গ্রামের মৃত রহমত গাইনির ছেলে রুমাজ গাইন (৫০), মৃত সোলেমানের ছেলে সাহেব আলী (৪০),খোকনের ছেলে মেজবা (২৭),মোতালেবের ছেলে আব্বাস (৩০) আনিছের ছেলে নয়ন (২৫), আজিজুলের ছেলে কালু, মৃত মিজার ছেলে আলম গাইন, জিরেনগাছা গ্রামের তোফাজ্জলের ছেলের শীর্ষ সন্ত্রাসী ডাবলু,একই গ্রামের তোফাজলের ছেলে জবা, বেনাপোলের নারায়নপুর গ্রামের আবু তাহেরের ছেলে অনিকসহ অজ্ঞাতনামা ৫/৭ জন। কিন্তু পুলিশ তাদের কাউকে গ্রেফতার করতে পারিনি।
এ বিষয়ে শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন,বোমা হামলা ও বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। তবে আসামি গ্রেফতার হয়নি। গ্রেফতারের জন্য চেষ্টা করছে পুলিশ।
এদিকে স্থানীয় আবু বক্কর জানিয়েছেন, বোমা হামলার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বিএনপির পরিচয় দিচ্ছে। কিন্তু গত ১৬ বছর তাদের বিএনপির রাজনীতি করতে দেখা যায়নি। অথচ দুর্দিনের কর্মীদের ছায়া দিয়ে রাখা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদের বাড়িতে বোমা হামলা করেছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...