বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: শার্শায় সেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যশোর জেলার শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের (আহবায়ক পদ) স্থগিতদেশ প্রত্যাহার করে তাকে শ্ব-পদে বহাল করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) যশোর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে জানান, যশোর জেলা সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুজন।
জানা গেছে, গত ২০ ডিসেম্বর শুক্রবার সেচ্ছাসেবক দলের শার্শা উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান রিপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে তার আহবায়ক পদ স্থগিত করেন যশোর জেলা সেচ্ছাসেবক দল। এবং আনীত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বুধবার ১২ ফেব্রুয়ারি তার স্থগিতদেশ প্রত্যাহার করে শ্ব-পদে বহাল করা হয়েছে। একই সাথে সংগঠনের দায়িত্ব পালনে সতর্ক এবং সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
শার্শায় সেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রাকিবুল হাসান রিপন মুঠোফোনে বাংলা ভয়েজকে জানান, আমি সর্বপ্রথম মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাচ্ছি। কারণ তিনিই আমাকে রক্ষা করেছেন। আল্লাহর রহমতে কোন মহলের অপপ্রচার আমার গায়ে একফোঁটা দাগ লাগাতে পারিনি। পাশাপাশি তিনি শার্শা উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মিদের ধন্যবাদ ও সহযোগীতা কামনা করেছেন।