শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ সেতুর টাকা পাচার করেছে

Date:

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘শেখের বেটি হাসিনা ধুমধাম করিয়া একটা পদ্মা সেতু বানেয়া ৭৮ টা সেতুর বানার টাকা তার লোকজনসহ বিদাশোত পাচার করছে। সে টাকা গুলা যদি দেশোত থাকিল হয় তা হইলে হামার বাড়ির পাশোত মানাষ নদীত এবং দেশের ছোট ছোট নদীত মেলাগুলা সেতু বানা যাইতো। কিন্ত উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদাশোত পাচার করছে’।

বৃহস্পতিবার নিজ এলাকা কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আঞ্চলিক ভাষায় এ কথা বলেন তিনি। এ সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে কিন্তু দেশের মানুষ ভালো নাই, তারা অনেক কষ্টে আছে। দেশের বিচার বিভাগ স্বাধীন নাই। জজ, বিচারোকরা স্বাধীনভাবে বিচার করতে পারেনা, এজন্য নতুন আইন করা লাগবে। আগের যে সংবিধান আছে তাতে হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী জুলুম বাজ হবে। তাই আমরা একটা নতুন সংবিধান চাই। সেখানে যেই ক্ষমতায় থাকুক হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী ও জুলুমবাজ যেন হতে না পারে তা উল্লেখ থাকতে হবে। নতুন সংবিধানে যেন জবাবদিহিতার বিষয় থাকে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপা মধুপুর ইউনিয়নের তিস্তা পারে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্ঠা চালাবেন। কেউ যদি ৮ শতক জমি দিতে পারেন তাহলে তিনি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার প্রচেষ্ঠা চালাবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আলমগীর হোসেন, আরিফ হোসেন, রেজওয়ান হোসেন, সুমন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, নাগরিক কমিটির কাউনিয়ার সংগঠক শামীম হোসেন, শিপন আহমেদ হিমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাউনিয়ার সমন্বয়ক শরিফুল ইসলাম প্রমুখ।

Popular

More like this
Related

কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের

কাশ্মীরের দুটি সংগঠনকে বেআইনি ঘোষণা, ভারতকে তীব্র নিন্দা পাকিস্তানের...

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিবজাতিসংঘ...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি অবৈধভাবে লিবিয়া গিয়ে...

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...