সকল নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে- প্রকৌশলী রবিউল ইসলাম সকল নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করলে দল তাতে ছাড় দিবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না। পৃথক পৃথক সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেইনি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীর বিরুদ্ধে নেয়া হচ্ছে। তিনি বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। দল ও অঙ্গ সংগঠনের কেউ কোনো অন্যায় করে পার পাবে না।
শুক্রবার সকালে শার্শা ও বিকালে অভয়নগর উপজেলা বিএনপির দলীয় কার্যলয় এ সাংগঠনিক সভা আয়োজন করে। যশোরে শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সভা প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, অভয়নগরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।
উভয় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
সকালে র্শাশা উপজেলা কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান,সাবেক সভাপতি খাইরুজ্জামান মধু প্রমুখ।
বিকালে দলীয় কার্যালয় অভয়নগর উপজেলা ও পৌর বিএনপির সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।
সকল নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে- প্রকৌশলী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভায় দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন নেতৃবৃন্দ।