সি ইউ সির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার পক্ষ থেকে সি ইউ সি স্কুল ৬১ সাউথ সেন্টাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় ১৫ রমজান ১৬ মার্চ ২০২৫ রোজ রবিবার বিকাল ৪ ঘটিকায় সি ইউ সি সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলীর সঞ্চালনায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সুবিধা বঞ্চিত শিশুদের ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষে ডেপুটি পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খুলনা মহোদয়ের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন,বাংলাদেশ পুলিশের সাবেক এসপি জনাব মোঃ নুরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগরের সভাপতি অধ্যাপিকা রেহানা ইসা,
সিইউসির প্রধান উপদেষ্টা ও নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনার এমডি ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ, সিইউসির অন্যতম উপদেষ্টা ও নাসিব খুলনার সভাপতি রোটাঃ পিপি ইফতেখার আলী বাবু, জাতীয় রভার নেতা ও সিইউসির উপদেষ্টা জনাব শিকদার রুহুল আমিন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা ও সিইওসির উপদেষ্টা জনাব সরদার আবু তাহের, বিদ্যুৎ বিভাগের সাবেক প্রকৌশলী ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার,খুলনা জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোঃ শিহাব উদ্দিন, সি ইউ সির সহ- সভাপতি জনাব শহীদুল্লাহ শহীদ, স্বাধীন ফাউন্ডেশন এর সভাপতি জনাব মাসুদুর রহমান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিইউসি স্কুলের আরবি শিক্ষক মুফতি সাজিদুর রহমান। অনুষ্ঠান আয়োজন এর সার্বিক দায়িত্বে ছিলেন সি.ইউ.সি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী প্রধান শিক্ষক কারিমা আক্তার, মিম আক্তার মনিকা, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, হ্যান্ড রাইটিং শিক্ষক ধনঞ্জয় রায়, আরিফা আক্তার খুকুমণি প্রমুখ। অনুষ্ঠানে সিইউসির সদস্য বৃন্দ, শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিল। অতিথিবৃন্দের বক্তব্য শেষে প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ বস্ত্র উপহার প্রদান করা হয়।