স্ত্রী ছাড়াও লিটনের ‘কামব্যাকের’ নেপথ্যে যিনি

Date:

আগের ম্যাচে ফিফটি করে লিটন দাস ফেরার একটা বার্তা দিয়েছিলেন। তবে এমন ‘ফলস ডন’ দেখার অভ্যাস তো বাংলাদেশ ক্রিকেটে কম নেই। তাই আরও একটা বড় বার্তার দরকার ছিল। লিটন সেটাও দিলেন। বিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটা করে বসলেন তিনি।

ব্যাট হাতে তার সময়টা খুব বাজে যাচ্ছিল। বিপিএলে টানা তিন ইনিংসে তিনি দুই অঙ্ক ছুঁতে পারেননি। তার আগে জাতীয় দলের হয়েও ব্যাডপ্যাচটা চোখে পড়ার মতো ছিল তার। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা পাননি স্কোয়াডে।

এমন দুঃসময়েও স্ত্রী তার পাশে থাকবেন, তাকে অনুপ্রেরণা যোগাবেন, সফল সবার গল্পটা এমন। লিটনেরও ঠিক তাই। তিনি সেঞ্চুরির পর তার স্ত্রী সঞ্চিতা দাসকে ধন্যবাদ জানাতে ভুললেন না। বললেন, ‘গত কিছুদিনে আমি সেভাবে ছন্দে ছিলাম না। এই সময়ে আমাকে আমার স্ত্রী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তাকেও ধন্যবাদ জানাই।’

সঙ্গে আরও একজনকে ধন্যবাদটা দিলেন। তিনি হলেন শাহীন। লিটন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের দলে একজন টিম বয় আছেন, তিনিও অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে শাহীনকেও অনেক ধন্যবাদ।’

 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যখন খেলেছেন লিটন, তখন শাহীন ছিলেন থ্রোয়ার। অনেক বছর ধরে লিটনের সঙ্গে কাজ করতে করতে শাহীন এখন বোঝেন কখন কী বল থ্রো করতে হবে। সঙ্গে লিটনের ভুলচুকও ধরিয়ে দেন ভালোভাবেই। ঢাকা ক্যাপিটালস ওপেনার জানালেন, সে তথ্যই সাহায্য করেছে তাকে।

তিনি বলেন, ‘শাহীন দলে আমাদের আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে।’

Popular

More like this
Related

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদের অভিযোগ

চৌগাছা (যশোর)  প্রতিনিধিঃ চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে...

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়: উখিয়ায় জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়: উখিয়ায় জাতিসংঘ মহাসচিব বলপূর্বক বাস্তুচ্যুত...

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

 প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও...