স্বামী-ননদ-শাশুড়ির বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

Date:

অতিরিক্ত মানসিক নির্যাতন, সম্পর্কে হস্তক্ষেপ ও সম্পত্তিসহ একাধিক অভিযোগ এনে থানায় মামলা করেছেন ভারতের জনপ্রিয় এক অভিনেত্রী। মুসকান ন্যান্সি জেমস নামের ওই টেলি অভিনেত্রী অভিযোগ করেছেন তার স্বামী প্রশান্ত মোতওয়ানি, ননদ হংসিকা মোতওয়ানি (জনপ্রিয় তামিল অভিনেত্রী) ও শাশুড়ি মোনা মোতওয়ানির বিরুদ্ধে।

ভারতের একাধিক পত্রিকা জানিয়েছে, গত বছরের ১৮ ডিসেম্বর মুম্বাইয়ের আম্বোলি থানায় এফআইআর দায়ের করেন মুসকান। পরে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি এফআইআর দায়ের করেছি। এখন আইনি সহায়তা চেয়েছি। এই মুহুর্তে, এবিষয়ে আর কিছুই জানাতে পারব না। যেহেতু মামলা চলছে।’

এফআইআরে মুসকানের অভিযোগ, তার শাশুড়ি ও ননদ তার বিয়েতে অতিরিক্ত হস্তক্ষেপ করেছেন। যার কারণে স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছে। এছাড়াও মুসকান তাঁর স্বামীর বিরুদ্ধে পারিবারিক হিংস্রতার অভিযোগ এনেছেন। তার দাবি অতিরিক্ত মানসিক নির্যাতনের কারণে বেল পালসিতে আক্রান্ত তিনি। এই রোগের কারণে তাঁর ফেসিয়াল প্যারালাইসিসও হয়ে গিয়েছে।

মুসকান ও তার স্বামী প্রশান্ত মোতওয়ানি ২০২০ সালে বিয়ে করেন। তবে ২০২২ সালে তারা আলাদা হয়ে যান। গত দুই বছর ধরে তারা আলাদা থাকছেন। প্রশান্ত ও হাংসিকা এখনও এফআইআর নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

মুসকান ন্যান্সি জেমস একজন জনপ্রিয় টেলি অভিনেত্রী। তার ‘থোড়ি খুশি থোড়ে গম’ সিরিয়ালের হাত ধরে ক্যারিয়ার শুরু। এরপর তিনি ‘মাতা কি চৌকি’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পান।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...