হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে ‘গুরুতর আপত্তি’ জানাল ঢাকা

Date:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা অনলাইনে অডিও ভাষণ দেওয়ায় ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এম তৌহিদ হোসেন এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল উসকানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা ভারতের কাছে আগেও আহ্বান জানিয়েছিলাম, তিনি (শেখ হাসিনা) যেন সেখান থেকে কোনো উসকানিমূলক বক্তব্য না দেন। তিনি গতকাল আবার বক্তব্য দিয়েছেন। এজন্য ভারতের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, ভারত জানিয়েছে শেখ হাসিনা বিদেশি প্লাটফর্ম (যুক্তরাষ্ট্রের) ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারতের কোনো প্লাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তির কথা তুলে ধরেছে। কারণ এই ধরনের বক্তব্য (শেখ হাসিনার) বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে। মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে, তার এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।

তিনি (শেখ হাসিনা) ভারতে থাকা অবস্থায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যান্য যোগাযোগ ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

Popular

More like this
Related

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...