৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই: জামায়াত আমির

Date:

৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই: জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ৯০ দিনের মধ্যে মাগুরার শিশুটির হত্যাকারীদের শুধু দ্রুত বিচারই নয়, বিচারের রায় কার্যকর হয়েছে সেটিও দেখতে চাই।
তিনি বলেন, অনেকে এক সপ্তাহ দাবি করলেও দেশের আইনে সেটি সম্ভব হবে না। তাই আমরা ৯০ দিন বলেছি। কিন্তু ৯১ দিন দেখতে চাই না।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শফিকুর বলেন, ঘরে ঘরে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল আর শর্ট ফিল্ম এ দুটির মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতি, সামাজিকতা, পারিবারিক বন্ধন, সবকিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। যে শিশুটি লাঞ্ছিত হলো, সারা দেশ যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরাই তার সেই সর্বনাশ করেছে। মানুষকে পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। অভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক-এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, আমরা চাই।
জামায়াত আমির এর আগে সকাল ১০টার দিকে সোনাইকুণ্ডি গ্রামে শিশুটির কবর জিয়ারত ও দোয়া করেন।
এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সমাজে যত ভয়ংকর অপরাধ সংগঠিত হবে আপনারা সেটি তুলে ধরুন। সত্যকে সত্য, সাদাকে সাদা হিসেবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে খুলে দেবেন। যাতে তাদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদের ঘৃণা করে, বয়কট করে সেটিই আমাদের প্রত্যাশা।
দেশে চলমান সাম্প্রতিক মব জাস্টিস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. শফিকুর রহমান বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা পাবলিককে তাদের আবেগ, মতামতকে প্রভাবিত করে। কিন্তু তাদেরকে ধৈর্য্য ধারণ করতে বলি। বিচারবহির্ভূত কিছু আমরা চাই না। মব জাস্টিস যুগ যুগ ধরে চলে আসছে। আমরা কোনো মব জাস্টিসকে সমর্থন করি না।
স্কুল মাঠের দোয়া অনুষ্ঠান শেষে আমিরে জামায়াত শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন। যেকোনো পরিস্থিতিতে পরিবারটির জন্যে সহযোগিতার দ্বার উন্মুক্ত রয়েছে এবং যাতে স্বচ্ছলভাবে চলতে পারে তার পুরো দায়িত্ব নিতে তাদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
জামায়াত আমিরের মাগুরা সফরকালে সাবেক এমপি ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরসহ অন্য নেতারা সঙ্গে ছিলেন।

Popular

More like this
Related

যশোর চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোর চাঁচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি দোয়া ও ইফতার...

যশোরে দু’জন ছুরিকাহত

যশোরে দু'জন ছুরিকাহত  যশোরে সন্ত্রাসীদের হামলায় আলাদা দুটি ঘটনায়...

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চৌগাছায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চৌগাছায় ইসলামী ছাত্র...

নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির

নির্বাচনকেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির বিএনপি মহাসচিব মির্জা...