সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা কিনা, যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

Date:

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সচিবালয় অগ্নিকাণ্ড নাশকতা বলে তারা ধারণা করছেন কি না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার ধারণার ওপর কোনো মন্তব্য করতে পারে না। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে, উচ্চপর্যায় তদন্ত কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, এটি আমাদের সবার নিরাপত্তার বিষয়। সচিবালয়ে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিল থাকে। ফলে বিষয়টিকে সরকার খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। যার জন্য স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

আগুন নেভাতে কয়েক ঘণ্টা লেগেছে, আরও আগে আগুন নেভানো যেতো কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে।

তদন্ত রিপোর্টে যেন সব তথ্য উঠে আসে- এ জন্য গণমাধ্যমকর্মীসহ সবাইকে তদন্ত কমিটিকে সহায়তা করার আহবান জানান তিনি।

অপর এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্টের পর চূড়ান্ত রিপোর্টও দ্রততার সঙ্গে করা হবে এবং সেই রিপোর্ট সংবাদমাধ্যমসহ সবাইকে জানানো হবে।

সরকারি কর্মকর্তাদের মধ্যে ফৌজদারি অপরাধ করেছে- এমন অনেকের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা- এই প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, ‘কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। তবে রাষ্ট্রীয় পর্যায়ে কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে তার বিরুদ্ধে একটা তদন্ত করতে হয়। তদন্ত করে ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে ওএসডি করা হয়েছে। কেউ কেউ এখন কারাগারে আছে।

তিনি আরও বলেন, কেউ একজন দাগি আসামি, অথচ তাকে ছাড় দেওয়া হচ্ছে, এমন কোনো ঘটনা নেই। আইনী প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

আমরা সম্প্রতির বন্ধনে বৈষম্যহীন দেশ গড়তে চাই: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড....

মাদক কারবারিকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত

যশোরের মণিরামপুরে এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে স্থানীয়দের...

যশোরে বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত

গতকাল ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে...