ইস্তাম্বুলে বিষাক্ত মদপানে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

Date:

 

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিষাক্ত মদপানের কারণে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইস্তাম্বুলে বিষাক্ত মদপান করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৮ জনের মধ্যে ১১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।

২০২৪ সালে একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন ১১০ জন, যাদের মধ্যে ৪৮ জন মারা যান বলে ইস্তাম্বুল গভর্নরেট এক বিবৃতিতে জানিয়েছে, যা সামাজিকমাধ্যম এক্সে প্রকাশিত হয়।

বিষাক্ত মদের উৎস খুঁজতে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২৬ জন বিদেশি নাগরিকসহ ৩৮ জনকে বিষাক্ত মদ খাওয়ার পরে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ ঘণ্টার মধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে ১১ জন মারা গেছেন।

২০২৪ সালে ইস্তাম্বুলে বিষাক্ত পান করার পরে মোট ১১০ জন অসুস্থ হয়, যার মধ্যে ৪৮ জন মারা যায়।

মিথানল দিয়ে বিষাক্ত মদ তৈরি করা হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। মিথানল বিষাক্ত পদার্থ, যা ক্ষমতা বাড়াতে মদের সাথে যোগ করা হয়। এতে অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে।

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...