যশোর জেলা সড়ক পরিবহন সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পবিত্র কাপুড়িয়া, সাধারণ সম্পাদক হয়েছেন আনিছুর রহমান লিটন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন জসিম উদ্দিন।
শনিবার যশোর আইডিবিএস ভবনে অনুষ্ঠিত সভায় সমিতির নাম পরিবর্তন করে যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতি থেকে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি করা হয়।
এসময় সমিতির তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণার পাশাপাশি,পূর্বের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নবাগত কমিটিতে বদরুজ্জামান বাবলু কার্যকরী সভাপতি, মুসলিম আলী সহ-সভাপতি,দউন হোসেন খান সহ-সভাপতি, হাফিজুর রহমান সহ-সভাপতি, জসিম উদ্দিন যুগ্ম-সাধারণ সম্পাদক, তারেক হোসেন সহ-সম্পাদক, গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ, আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক, মাহামুদুল হাসান তোতাকে প্রচার সম্পাদক করা হয়েছে।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মামুনুর রশিদ বাচ্চু বিশ্ব নাথ ঘোষ বিশু, খায়রুল ইসলাম লাল্টু, আরিফুল ইসলাম রিয়াদ, হাসান জামান, মাহবুবুর রহমান দুলাল, হাফিজুর রহমান, আসাদুজ্জান, লিয়াকত হোসেন বাবু, শুকুর আলী বিশ্বাস, মোর্তজা হোসেন, মিজানুর রহমান, নাজিম হোসেন বাহাদুর।