লেভান্ডোভস্কির দুঃখের কারণ হতে পারেন এমবাপে

Date:

 

জানুয়ারি ২৫, ২০২৫— কিলিয়ান এমবাপের মনে তারিখটি নিশ্চয়ই অনেক জায়গা পাবে। এই দিনেই রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবার হ্যাটট্রিক করেছেন ফ্রেঞ্চ তারকা। দুর্দান্ত ফর্মেও আছেন। শেষ ৫ ম্যাচে করে বসেছেন ৮ গোল। এমবাপে তাতেই শঙ্কায় ফেলে দিয়েছেন রবার্ট লেভান্ডভস্কির পুরস্কারপ্রাপ্তি।

বার্সেলোনার কাছে হারের পর থেকেই জ্বলছেন এমবাপে। রিয়াল মাদ্রিদও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক। লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ— সবখানেই রিয়ালের জয়জয়কার, পেছনের নায়ক এমবাপে। তাতেই জমে উঠেছে পিচিচি অ্যাওয়ার্ড জেতার লড়াই।

বার্সার পোলিশ তারকা লেভা এতদিন রাজ করেছিলেন। লিগে সর্বোচ্চ গোলদাতার হাতে ওঠে পিচিচি পুরস্কার। স্প্যানিশ দৈনিক মার্কা মৌসুমের সর্বোচ্চ স্কোরারকে এই সম্মাননা দেয়। আগে এই পুরস্কার জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির মতো তারকা। এবার পুরস্কার জেতার দৌড়ে অনেকদূর এগিয়ে আছেন এমবাপে ও লেভান্ডোভস্কি।

রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে হ্যাটট্রিকের পর এখন এমবাপের মোট গোল ১৫টি। লিগ ও সব টুর্নামেন্ট মিলিয়ে গোলসংখ্যা ২২টি। বার্সা তারকা লেভার গোল লিগে ১৬টি। এক গোল এগিয়ে থাকা লেভা রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেকে আরও এগিয়ে নিতে পারবেন। দুর্দান্ত ফর্মে থাকা এমবাপের পরের ম্যাচ স্প্যানিওলের বিপক্ষে।

পিচিচি অ্যাওয়ার্ড নিয়ে ইদুর দৌড় শুরু হলেও, লিগ টেবিলে রিয়াল অনেক এগিয়ে গেছে। কার্লো আনচেলত্তির দল ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে। জুলিয়ান নাগেলসম্যানের বার্সেলোনা আছে ১০ পয়েন্ট পিছিয়ে। দুইয়ে থাক অ্যাথলেটিকো আছে ৪৫ পয়েন্ট নিয়ে।

Popular

More like this
Related

আমরা সম্প্রতির বন্ধনে বৈষম্যহীন দেশ গড়তে চাই: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড....

মাদক কারবারিকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত

যশোরের মণিরামপুরে এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে স্থানীয়দের...

যশোরে বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত

গতকাল ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে...