ব্যাটিং ধসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

Date:

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতকে হারাতেই হতো। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল সে লক্ষ্যে সফল হয়নি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে ভারতের কাছে তারা হেরে গেছে ৮ উইকেটে। এক ম্যাচ বাকি থাকলেও ভারতের কাছে হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

সুপার সিক্সে বাংলাদেশের গ্রুপ থেকে শীর্ষ দুই দল হিসেবে সেমির টিকিট কাটা হয়ে গেছে অস্ট্রেলিয়া ও ভারতের। তাই আগামী ২৮ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জুনিয়র টাইগ্রেসদের ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার।

রোববার (২৫ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে সুপার সিক্সে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু এদিন ব্যাটাররা মোটেই সুবিধা করতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোটে ৬৪ রান তুলতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। দুই অঙ্ক ছুঁতে পারেননি শুরুর পাঁচ ব্যাটারের কেউ।

ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১৪ রান করে মাওয়া লেগ বিফোরের ফাঁদে পড়লে ভাঙে সে জুটি। ২৯ বলে দলীয় সর্বোচ্চ ২১ রান আসে অধিনায়ক সুমাইয়ার ব্যাটে। ভারতের বাঁহাতি স্পিনার বৈষ্ণবি শর্মা ১৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

সহজ লক্ষ্য তাড়ায় শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাট চালান ভারতীয়রা। তাতে ৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। সাজঘরে ফেরার আগে ওপেনার গঙ্গাদি তৃশা খেলেন ৩১ বলে ৪০ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস।

Popular

More like this
Related

আমরা সম্প্রতির বন্ধনে বৈষম্যহীন দেশ গড়তে চাই: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড....

মাদক কারবারিকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত

যশোরের মণিরামপুরে এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে স্থানীয়দের...

যশোরে বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত

গতকাল ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে...