যশোরে হতদরিদ্রর বসত বাড়ি ভেঙে ক্লাব ঘর নির্মাণ করছে দুর্বৃত্তরা

Date:

যশোর সদরের আলমনগর গ্রামের এক হতদরিদ্রর বাড়ি-জমি দখল নিয়ে ক্লাব ঘর নির্মাণ শুরু করেছে দুর্বৃত্তরা। বসত বাড়িতে থাকা বিভিন্ন প্রকার গাছ কেটে লুট করে নিয়ে গেছে। বাড়ি-ঘর থেকে উচ্ছেদ করতে দুর্বত্তরা প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এ ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
আব্দুল আজিজ অভিযোগ করেন, আলমনগর গ্রামের পূর্বপাড়ায় ১৩ শতক বসত ভিটা রয়েছে। এই জমিতে তিনি দীর্ঘদিন ধরে ঘর-বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।
কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর এলাকার কতিপয় দুর্বৃত্তর নজর পড়ে তার বাড়ির উপর। তারা বাড়ি-জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে ক্লাব ঘর নির্মাণ করার কথা বলে তার বসত ঘর ও রান্না ঘর ভেঙে দেয়।
তিনি বলেন, তার বসত বাড়ি থাকা বটগাছ, মেহগনি, রেন্ট্রি গাছসহ প্রায় দুই লাখ টাকার গাছ কেটে নিয়ে গেছে। বর্তমানে সেখানে ক্লাব ঘর তৈরির কাজ চলছে জোরেশোরে।
অভিযোগের ব্যাপারে স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, আলমনগর গ্রামে একটি সমবায় সমিতি রয়েছে। সমিতি আব্দুল আজিজের কাছ থেকে ক্রয় করে। এই জমির দলিল হয় ১৯৮৮ সালে। রেকর্ড হয় ১৯৯২ সালে। জমিটি সমিতির নামে রয়েছে।
দলিল ও রেকর্ডের বিষয়ে আব্দুল আজিজ বলেন, আমি একজন অশিক্ষিত মানুষ। আমি লেখাপড়া জানি না। গ্রামের লোকমান হোসেন সমিতির নামে লিজ নেওয়ার কথা বলে আমার কাছ থেকে টিপ সই নেই। আমি কোন দিন জমি বিক্রি করিনি। আমি কোন দিন জমি রেজিস্ট্রি করতে রেজিস্ট্রি অফিসে যায়নি। তারা ষড়যন্ত্র করে আমার জমি দখল করতে চায়।

Popular

More like this
Related

আমরা সম্প্রতির বন্ধনে বৈষম্যহীন দেশ গড়তে চাই: যবিপ্রবি উপাচার্য

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড....

মাদক কারবারিকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ সদস্য আহত

যশোরের মণিরামপুরে এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে স্থানীয়দের...

যশোরে বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত

গতকাল ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে...