যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

Date:

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন। অথচ এমবিবিএস ও এনেস্থিসিয়া সম্পর্কে তার নেই কোন সনদ। অথচ প্রতিনিয়ত করছেন বড় বড় অপারেশন। অবশেষে অপারেশনকালে হাতেনাতে ধরা খেয়ে এখন শ্রীঘরে তিনি। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটকের পর দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত ফিরোজ কবির যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রর উপ-সহকারী মেডিকেল অফিসার (স্যাকমো)।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যানেস্থিটিস্ট ডাঃ ইমদাদ হোসেন জানান, ফিরোজ কবির এমবিবিএস চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখা ও অপারেশন করে আসছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ফিরোজ কবির উপজেলা শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে অপারেশন করছেন। এরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীরকে জানানো হয়। এরপর তার নেতৃত্বে ডা: মো: জহিরুল হক ও ডাঃ জি এম এস কে ডালিমকে নিয়ে তারা অভিযান চালিয়ে অপারেশনরত অব্থায় ফিরোজ কবিরকে আটক করেন।

তিনি আরো জানান, ওটির ভেতরে গিয়ে দেখা যায় হার্নিওপ্লাস্টি অপারেশন চলছে। কিন্তু কোন সার্জন নাই, এমনকি এনেস্থেটিস্টও নাই। ফিরোজ কবির খালি গায়ে অপারেশন করছেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশে খবর দেয়া হয়। কিছু সময় পর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ শরীফ নেওয়াজ এসে ভ্রাম্যমাণ আদালত গঠন করে ফিরোজ কবিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ শরীফ নেওয়াজ জানান, দণ্ডবিধির ১৭০/৭১ ধারার অপরাধে সর্বোচ্চ শাস্তি দুইবছর। কিন্তু সবকিছু বিবেচনায় ফিরোজ কবিরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার রাতেই তাকে পুলিশে সোপর্দ কা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চিকিৎসক জানান, ফিরোজ কবির এর আগেও বেশ কয়েকবার আটক হয়েছে কিন্তু জরিমানা দিয়ে পার পেয়ে যায়। এই প্রথম সে কারাদণ্ডে দণ্ডিত হলো। তবে এ ধরণের অপরাধ ঠেকাতে দোষীদের আইনে থাকা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না

আসন্ন রোজায় দ্রব্যমূল্য বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা...