সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ ফেব্রুয়ারী বিকালে দড়াটানা ভৈরব চত্বরে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটি এক বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর যশোর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি যশোর জেলার সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু।
নেতৃবৃন্দ বলেন, যদি সরকার প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয় বাজার সিন্ডিকেট না ভাঙ্গে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে বিগত স্বৈরাচারী সরকারের মতো এই সরকার আন্দোলনের মুখে পরবে । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।