ধর্মের বোন সম্পর্ক গড়ে তার স্বামীকে ফ্রান্সে নিয়ে যাওয়ার কথা বলে এক লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নোয়াখালীর বাবা ছেলের বিরুদ্ধে যশোরের আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। যশোর সদর উপজেলার রাজারহাট কাজীপুর গ্রামের টিটো হোসেনের ছেলে পাপিয়া সুলতানা (৩৭) মামলাটি করেন।
আসামিরা হলো, নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ গ্রামের ইসমাইল হোসেন (৬০) এবং তার ছেলে বিল্লাল হোসেন (৩৫)।
এজাহারে পাপিয়া উল্লেখ করেছেন, কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমে বিল্লালে সাথে তার পরিচয় হয়। সে সুবাদে সে তাকে বোন বলে ডাকে। সে ফ্রান্সে থাকে বলে জানায়। এরপর থেকে তার ও তার পরিবারের সদস্যদের সাথে ফেসবুক, হোয়াটঅ্যাপস, মাসেঞ্জার, ইমোর মাধ্যমে তার সাথে কথা হতো। বিল্লালের পিতার সাথেও কথা হতো নিয়মিত।
তার (বাদি) স্বামী মাছের ব্যবসা করে। এই উপর্জানে তাদের সংসার ঠিক মতো চলে না। এটা জানার পর তার স্বামীকে বিদেশে (ফ্রান্সে) নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। এরপর থেকে তার স্বামীর সাথেও বিল্লালের নিয়মিত কথা হতো। এর জন্য ১২ লাখ টাকা লাগবে বলে জানায়। বিল্লাল ও তার পিতার কথায় বিশ্বাস হলে গত বছরের ২০ জুন অগ্রণী ব্যাংক সেনবাগ থানায় তার পিতার নামে করা অ্যাকাউন্টে পাঠানো হয়। টাকা পাঠানোর কিছুদিন পর থেকে বিল্লাল ও তার পিতা নানা তালবাহানা করে। শেষে গত ১৬ জানুয়ারি বিল্লালের সাথে মোবাইল ফোনে তার স্বামী কথা বলে। সে সময় বলে ‘কোন টাকা ফেরৎ দেয়া হবে না। তারা সংঘবদ্ধ প্রতারকচক্র। তারা বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে।থ এই কারনে টাকা ফেরৎ পেতে তিনি আদালতে পিটিশন দাখিল করলে কোতয়ালি থানা পুলিশ পিটিশনটি নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে।