চৌগাছা (যশোর)প্রতিনিধিঃনিবন্ধনহীন অবৈধ গাড়ির ব্যবহার রোধে যশোরের চৌগাছার সড়কগুলোতে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। রবিবার (৯ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরাপদ সড়কে নিরাপদে চলাচলের লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেলের গাড়ির নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই-বাছাই করা হয়।
জানা গেছে, গাড়ির বেপরোয়া গতিরোধ, বৈধ কাগজপত্রহীন গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সড়ক আইন যথাযথভাবে পালনের জন্য এ অভিযান পরিচালনা করে যশোর জেলা ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ মনে করছে, আইন প্রয়োগের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনাতাও বেশ জরুরী।
যশোর ট্রাফিক বিভাগের টিআই তাহারিম ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করছি। এর মধ্যে ৪৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় অভিযানে জেলা ট্রাফিক পুলিশের টিআই তাহারিক খান,রইচ উদ্দীন, টিএসআই সাইফুল ইসলাম ও আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই খোরশেদ আলম বলেন সারাদিনে ৪৭টি মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা।