যশোরে ছয় বছরের শিশু সাথে যৌন হয়রাণীর অভিযোগে যুবক আটক

Date:

যশোরে ছয় বছরের শিশু সাথে যৌন হয়রাণীর অভিযোগে যুবক আটক যশোরে ৬ বছরের এক শিশুর যৌন হয়রাণীর অভিযোগে রাসেল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রাসেল যশোর শহরের খড়কী কবরস্থানের পাশের রুমির বাড়ির ভাড়াটিয়া আব্দুল হালিমের ছেলে।

ওই শিশুর পিতা কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তিনি পৌরসভার দিনমজুরের কাজ করেন। তার মেয়ে (৬) শহরের একটি বেসরকারি স্কুলে লেখাপড়া করে।

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে স্কুল ছুটি হয়ে গেলে সকলে বের হয়ে যায়। তার মেয়েও বের হয়। কিন্তু রাসেল তার মেয়েকে ফের ক্লাস রুমে একা ডেকে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। চুম্মন দেয়। এ সময় তার মেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি থানায় মামলা করেন।

যশোরে ছয় বছরের শিশু সাথে যৌন হয়রাণীর অভিযোগে যুবক আটক কোতয়ালি থানার এসআই মিনারা জামান জানিয়েছে, স্থানীয় লোকজনের সহায়তায় রাসেলকে আটক করা হয়। পরে তাকে পৌরসভায় নিয়ে গেলে ওই শিশু চিনতে পারে। সে সময় তাকে আটক করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Popular

More like this
Related

ঢাকায় এলেন জাতিসংঘ মহাসচিব

 জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন।...

শিশুটি ইতিহাসের করুণ সাক্ষী হয়ে দেশকে কাঁদিয়ে চলে গেল: জামায়াত আমির

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি মারা...

সাংবাদিকের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ করে দেওয়া হবে: প্রেস সচিব

সাংবাদিকের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ করে...

যশোরের কেশবপুরে ভোটের মাঠে নতুন সমীকরণ, তৎপর বিএনপি-জামায়াত

যশোরের কেশবপুরে ভোটের মাঠে নতুন সমীকরণ, তৎপর বিএনপি-জামায়াতত্রয়োদশ সংসদ...