গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি

Date:

গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি বিদেশ থেকে উড়ে এসেছিলেন বলিউডে সিনেমা করার জন্য। দুএকটা সিনেমাও করলেন। তবে সিনেমা হিট না হলেও, প্রেমের গুঞ্জনে ঝটপট নাম লিখিয়েছিলেন।
তেত্রিশ বছর বয়সি অভিনেত্রী নার্গিস ফাখরি ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। শুরুতে সহঅভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের প্রেমের খবর প্রকাশ পায়।
২০২৩ সালে নার্গিস তার প্রেমের খবর জানিয়েছিলেন। যদিও কার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন সে ব্যাপারে কিছু খোলসা করেননি। তবে নার্গিসের সঙ্গে টনি বেগকে বেশ কয়েকবার দেখা গেছে। যিনি ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে। পেশায় একজন ব্যবসায়ী।
এবার নার্গিস সেই টনির সঙ্গে গাঁটছড়া বাঁধার খবর দিলেন। নার্গিস আনুষ্ঠানিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত না করলেও, উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
BollyBlindsNGossip-এর পক্ষ থেকে রেডিটে নার্গিস ও টনির বিয়ের উদযাপনের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে একটি মাল্টি-টায়ার্ড ওয়েডিং কেকের ছবি আছে। কেকটি দম্পতির আদ্যক্ষরের পাশাপাশি ‘Happy Marriage’ শব্দটি দিয়ে সুন্দরভাবে সজ্জিত। আরেকটি ছবিতে ‘NF’ এবং ‘TB’ নামের আদ্যক্ষর লেখা একটি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া অনুসারে, গত সপ্তাহের শেষে বিবাহটি অনুষ্ঠিত হয়েছিল এবং নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে তাদের মধুচন্দ্রিমার আনন্দ উপভোগ করছেন। ধারণা করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান হয়।
গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরিনার্গিস ও টনি দুজনেই নিশ্চিত করেছেন, কেউ বিয়ের ছবি তোলেননি। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে এটি একটি অত্যন্ত ব্যক্তিগত অনুষ্ঠান ছিল সেটি।
নার্গিস তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের তার সুইজারল্যান্ড ভ্রমণের বেশ কয়েকটি মনোরম ছবি দেখছেন। একইসঙ্গে, তিনি টনির পোস্ট করা স্টোরিগুলিও পুনরায় শেয়ার করে নিয়েছেন, যা নিশ্চিত করেছে যে এই দম্পতি আসলে একসঙ্গে রয়েছেন এবং মনোরম সুইজারল্যান্ডে একান্তে সময় কাটাচ্ছেন।
নার্গিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটির এক ঝলক দেখা যায়, যখন তিনি তার স্বামী টনির সঙ্গে একটি সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন।

Popular

More like this
Related

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা প্রথম লেগে এগিয়ে থাকা...

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর...