যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে যশোর নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা। শুক্রবার টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক নেতা এ কে শরফুদ্দৌলা ছোটলু।
এ সময় নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে ঘোপ এলাকা থেকে স্থান পাওয়া নেতাদেরকেও সবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন। সংবর্ধিত অন্যান্য নেতারা হলেন, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন বাদল,
যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউলকে সংবর্ধনা প্রদান মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমরান সাদিক, শ্রম বিষয়ক সম্পাদক আবু হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভীন আনু ও সম্মানিত সদস্য জাহাঙ্গীর হোসেন। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ আহমেদ