যশোর শহরতলীর মুড়লীর মোড়ের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে চুরি হয়েছে। এই ঘটনায় হাবিবুর রহমান (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। হাবিবুর শহরের মোল্লাপাড়া আমতলা কমিশনার ডেইজির বাড়ির গলির হেলেনার বাড়ির ভাড়াটিয়া হামিদুর রহমান শেখের ছেলে।
বকচর কমির পাম্পের পাশের রাসেল গাজী (৪২) এজাহারে উল্লেখ করেছেন, মুড়লীর মোড়ে তার একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ আছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি ওয়ার্কসপ বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন শুক্রবার সকাল ৬টার দিকে ওই এলাকার নৈশ্য প্রহরী তাকে মোবাইল করে জানায় তার ওয়ার্কসপে চুরি হয়েছে। তিনি সেখানে গিয়ে দেখেন ওয়ার্কসপের সার্টারে লাগানো তালা ভাঙ্গা।
সেখানে রাখা বিভিন্ন মালামাল এলোমেলা। ড্রয়ারে রাখা ২৩ হাজার ৭শ টাকা ও সাড়ে ৫হাজার টাকা মূল্যের পিতলে বুশ নেই। কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পরে তিনি জানতে পারে হাবিবুর রহমান নামে এক যুবক তার ওয়ার্কসপে চুরি করেছে। তার কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কোন মালামাল উদ্ধার করতে পারেনি। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।