গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা, ছয় মাসের কারাদণ্ড

Date:

গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা, ছয় মাসের কারাদণ্ড কেশবপুরে গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম আশরাফ (৩০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কেশবপুর উপজেলার পাশ থেকে তাকে আটক করা হয়। এবংউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ তাকে এই কারাদণ্ড প্রদান করেন।
গোয়েন্দা সংস্থার পরিচয়দানকারী শামীম আশরাফ যশোরের শার্শা উপজেলার বারপোতা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
জানা যায়, আশরাফ উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুকে ফোন দিয়ে ঢাকার গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলে পরিচয় দেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে তদন্ত করতে আসবেন বলে জানান। পরবর্তীতে বৃহস্পতিবার সুপ্রভাত কুমার বসু আশরাফকে কেশবপুর উপজেলা পরিষদ এলাকায় আসতে বলেন।
অন্যদিকে বিষয়টি আগেই যশোরের গোয়েন্দা সংস্থাকে জানিয়ে রাখেন ওই প্রধান শিক্ষক। পরে বৃহস্পতিবার দুপুরে সুপ্রভাত বসুর কথা মতো আশরাফ উপজেলা পরিষদে এলে গোয়েন্দা সংস্থার সদস্যরা ভুয়া পরিচয়দানকারী শামীম আশরাফকে আটক করেন। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ‘গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শামীম আশরাফ নামের ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
এ ছাড়া কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,শামীম আশরাফ নামের ওই ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা, ছয় মাসের কারাদণ্ড

Popular

More like this
Related

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত

যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি'র কর্মী গুরুতর আহত...

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...