রোজায় কখন ব্যায়াম করবেন

Date:

রোজায় কখন ব্যায়াম করবেন রোজার সময় স্ট্রেচিং করলে শরীরের ফ্লেক্সিবিলিটি বজায় থাকে এবং মাংসপেশির শক্তি ধরে রাখা যায়। তবে রোজার মধ্যে পানিশূন্যতা ও ক্লান্তির বিষয়টি মাথায় রেখে স্ট্রেচিং করার সঠিক সময় ও পদ্ধতি মেনে চলা জরুরি।
* স্ট্রেচিংয়ের উপযুক্ত সময়
▶ ইফতারের আগে (৩০-৬০ মিনিট আগে) : এ সময় হালকা স্ট্রেচিং করা যেতে পারে, তবে বেশি শক্তি ক্ষয় হয় এমন কিছু এড়িয়ে চলা ভালো।
▶ তারাবির পর বা রাতের সময় : এ সময় শরীর পানি ও পুষ্টি পেয়েছে, তাই একটু বেশি সময় নিয়ে স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করা নিরাপদ।
▶ সেহরির আগে (ফজরের আগে) : এ সময় শরীরে শক্তি থাকে, তাই সহজ স্ট্রেচিং বা ইয়োগা করা যেতে পারে।
* উপযুক্ত স্ট্রেচিং ব্যায়াম
▶ ডায়নামিক স্ট্রেচিং (হালকা নড়াচড়াসহ স্ট্রেচিং) : ইফতারের আগে বা ফজরের সময়।
▶ হাত ঘোরানো।
▶ পায়ের দোলনা।
▶ গলার হালকা স্ট্রেচিং।
▶ স্টেটিক স্ট্রেচিং (একটি পজিশনে ধরে রাখা স্ট্রেচিং) : তারাবির পর বা রাতে।
▶ পায়ের পেছনের অংশের স্ট্রেচ।
▶ কাঁধের স্ট্রেচ।
▶ পিঠ ও কোমরের স্ট্রেচ।
* কিছু গুরুত্বপূর্ণ বিষয়
▶ অতিরিক্ত স্ট্রেচিং বা ভারী ব্যায়াম এড়িয়ে চলুন, যাতে পানিশূন্যতা বা দুর্বলতা না হয়।
▶ ইফতারের পর পর্যাপ্ত পানি ও ইলেক্ট্রোলাইট গ্রহণ করুন।
▶ শরীর বেশি ক্লান্ত থাকলে স্ট্রেচিংয়ের সময় সংক্ষিপ্ত করুন।
লেখক : ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ।

Popular

More like this
Related

যশোরে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

যশোরের অভয়নগরের পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার পঁচামাগুরা...

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন

যশোর হাসপাতালের ডাক্তারদের কর্ম বিরতি পালন যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের...

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...