কবি মোহাম্মদ মনিরুল ইসলাম: প্রকৃতি বৈরি, ভাবাবেগ আশা নামে জীবনজনম সংসার কর্তা, স্বামী ও স্ত্রী মনের মধ্যে ভাবনা মৃত্যু পরও জন্মের ফলাফল হিসাব আদেশ বহাল, জাগতিক জনমে। চারিদিক বেষ্টন, অভাব অনাটন দু:খ, হতাশ-বেদনাই প্লাবিত সংসার বসত পৃথিবী ও মাখলুকাত- শান্তির অভাব দেখা যায়, কুটির প্রসাদ, গরীব ধনীর জীবন ভাবাবেগ হাবুডুবু প্লাবিত-চলমান। সাঁতার দেওয়া শক্তি সাহস ক্লান্ত, বেঁচে থাকা সংসার জীবন সমাজ পৃথিবীতে।
গরীব ধনী, প্রজা-রাজা, সকলের মনের মধ্যে অশান্তি তালা ঝুলানো চলমান, ক্লান্ত ক্ষণে মানবাতা বিবেকবোধ জ্ঞান, হতাশ দু:খ বেদনা সহন বহাল চারিদিক ভরণ। সংসার পৃথিবী মাঝে, কে পরিচালনা করছে সন্ধান মিলছে না, আনন্দ আদর, সুখ শান্তি, হতাশ বন্দিদশা বেঁচে থাকা জীবন, জনম সংসার সমাজ তবুও।
থেমে নেই, সংসার জনমে, ছুটছে বেঁচে থাকার জন্য এক প্রান্তর হতে অন্য প্রান্তর, স্বামী স্ত্রী, সন্তান ও মাতা পিতা, আত্মী স্বজন লয়ে চলছে পাওয়া না পাওয়া, দ্বন্দ্ব ঝগড়া বিবাদ, মারামারি লড়াই, সংগ্রাম যুদ্ধ- এমন চলবে কত কাল যুদ্ধ কেহ বলতে পারছে না।
এমতাবস্থায় শান্তি সন্ধানও মিলছে না। বেঁচে থাকা বসত গৃহ সংসার সমাজ পৃথিবী মাঝে, মানুষ বড়ই বেভোলা কবলে জড়িয়ে থাকায় সংসার জনমে একের পর এক বিপদ জড়িয়ে ধরছে, প্রতিহত সাধ্যর বাইরে থেকে যায়, মিলছে না শান্তির সন্ধান।