চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ নারীদের প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরের চৌগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্রসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা এখনো সমাজের বিভিন্ন স্তরে সহিংসতা ও নিপীড়নের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা নিপীড়ন বন্ধ করতে হলে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়। এছাড়া সম্প্রতি মাগুরায় ধর্ষণের ঘটনার তিব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধনে নারীদের জন্য কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহনসহ সব ক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত, নারীদের জন্য যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা এবং কর্মসংস্থানে যোগ্যতা অনুযায়ী নিরাপত্তা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নারীর স্বাধীনতা, মর্যাদা ও সম্পত্তিসহ মৌলিক অধিকার বাস্তবায়ন, সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এবং নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের দাবি জানান শিক্ষার্থীরা।
এসময় চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশিদুল ইসলাম রিতম, যশোর এম এম কলেজের ইয়াসিন আরাফাত, গোলাম সরোয়ার, সাকলাইন মোস্তাক, রেদোয়ান রাব্বি, ফারুক হোসেন, সিটি কলেজের মাজেদুল ইসলাম, সাকলাইন মোস্তাক, হৃদয় রায়হান, মহিলা কলেজের সোহানা ইসলাম মাহা, আব্দুর রাজ্জাক কলেজের ফয়সাল হোসেন, চৌগাছা সরকারি কলেজের আসিফুর রহমানসহ উপজেলার বিভিন্ন সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।