রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে, যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি প্রদান

Date:

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে, যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি প্রদান পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।রোববার (৯ মার্চ ২০২৫) সংগঠনের জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন,ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম (নুরুল), জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জেলা সেক্রেটারি মো. আলী সরদার, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না।
স্মারকলিপিতে পবিত্র রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীল ছবি ও বেহায়াপনা প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, রমজান মাস তাকওয়া অর্জন ও পাপাচার বর্জনের মাস। এই মাসে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নৈতিকতা সমৃদ্ধ একটি সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেলে ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান প্রচার বন্ধ করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। একইসঙ্গে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, দুর্নীতি ও সকল অনৈতিক কার্যকলাপ বন্ধের আহ্বান জানানো হয়।
এছাড়া, রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে, যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি প্রদান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, এই মাসে কুরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে তারা মত প্রকাশ করেন।

Popular

More like this
Related

হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ

এ বছরের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন...

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত...

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা

রাফিনিয়া-ইয়ামাল নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে বার্সা প্রথম লেগে এগিয়ে থাকা...

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর...