যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিপুল পরিমাণ অবৈধ সার ও কীটনাশক জব্দ, লাখ টাকা জরিমানা যশোর সদর উপজেলার বাউলিয়া এলাকায় একটি পুরাতন গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সার ও কীটনাশক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক দিদারুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ কারখানাটির কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহম্মেদ এই অভিযান চালান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়ার বাসিন্দা দিদারুল ইসলাম এগ্রোক্যামিক্যালস বিডি লিমিটেড, এলিফ্যান্ট রোড, ঢাকা ও এগ্রো লিমিটেড, নয়াপল্টন,ঢাকা এই দুই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে যশোর সদরের বাউলিয়া এলাকায় মামুন ব্রিকসের একটি পুরাতন গোডাউন ভাড়া নেন।
সেখানে অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রকার সার ও কীটনাশক প্যাকেজিং ও বাজারজাত করে আসছিলেন।
অভিযানের সময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ সহকারি কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।