যশোর চাঁচড়ায় যুবলীগ ক্যাডারের হামলায় বিএনপি’র কর্মী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে যশোর চাঁচড়া ইউনিয়নের নতুনহাট বাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নতুনহাট বাজারে যুবলীগের ক্যাডার জামিরুল, সাবিরুল সহ ৮ থেকে ১০ জন আব্দুল হামিদের উপর অতর্কিত হামলা চালায়, তিনি বড় মেঘলা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হসপিটালে দেখতে যান চাঁচাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান এন, যুবদল সভাপতি সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেনসহ আরো অনেকেই।