যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত

Date:

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত যশোরের গণমানুষের নেতা বিএনপির জাতীয় স্থায়ীয় কমিঠির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মীনি যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক বিএনপিরা অঙ্গসংগঠনের নেতাকর্মীর অভিভাবক মাতৃতুল্য অধ্যাপক নার্গিস বেগম কে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে যশোর শহরে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ শুভোচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। শহরের লালর্দীঘি পাড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য়ালয় এসে শেষ হয়। শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছঅসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুল রহমান সাগর, কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আলী হায়দার রানা,
প্রভাষক মিজানুর রহমান মিলন, সৈয়দ ইকবাল রুজু, মাহমুদ হাসান চুন্নু, জাহিদুল ইসলাম মিলন, শামীম রেজা অর্নব, আসলাম শেখ, অ্যাডভোকেট সুদিপ্ত কুমার ঘোষ, শামীম আকতার (দপ্তরের দায়িত্বে), সোহানুর রহমান শামীম, সবুর হোসেন, হাসান আহমেদ, মিলন মাহমুদ বকুল (সহ-দপ্তরের দায়িত্বে), শফিকুল ইসলাম জয় ও গাজী নাজমুস সাকিব সবুজ।

Popular

More like this
Related

যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

আজ শুক্রবার বাদ আছর যশোরে জামাতের আরবপুর ইউনিয়ন শাখার...

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ

যশোরের চাচড়ায় ইউপি চেয়ারম্যানের জমি দখল,থানায় অভিযোগ যশোরের মাহিদিয়া...

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: রবিউল ইসলাম

দলের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে:...

চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে চাষাবাদের অভিযোগ

চৌগাছা (যশোর)  প্রতিনিধিঃ চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় দখল করে...