নিজেকে নির্দোষ দাবি করে কামরুজ্জামান মুন্নার সংবাদ সম্মেলন 

Date:

নিজেকে নির্দোষ দাবি করে কামরুজ্জামান মুন্নার সংবাদ সম্মেলন  নিজেকে নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলন করেছেন  কায়বা ইউনিয়ন জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করা সেই আলোচিত সদস্য  কামরুজ্জামান মুন্না। তিনি দাবি করেন গত (১৫ মার্চ) দেশের জাতীয় ও স্থানীয় পত্রিকায় তাকে জড়িয়ে যেসব সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
রবিবার (১৬ মার্চ) বিকালে শার্শার বাগআঁচড়া অস্থায়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এমন দাবী করেন।
সংবাদ সম্মেলনে কামরুজ্জামান মুন্না নিজেকে বিএনপির নেতা দাবি করে বলেন, কিছু গণমাধ্যম আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
তিনি আরো বলেন আমাকে বলা হয়েছে আমি নাকি জামায়াতের সদস্য ফরম পূরণ করেছি। আমি নাকি জামায়াতে যোগ দিয়েছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কেবল কিছু ব্যক্তি ও আমার রাজনৈতিক প্রতিপক্ষ তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশন করিয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুন্না বলেন, গত ১৭ বছর আমার এলাকার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলো। আমি আমার নেতাদের সহযোগিতায় চেষ্টা করছি তাদের অধিকার গুলো ফিরিয়ে দিতে। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন? আমারদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি নেতাকর্মীদের দ্বারা যেন কোন মানুষ কষ্ট না পায়। কোন মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।
 আমাদের থানা ও জেলা নেতৃবৃন্দ একই ভাবে ইউনিয়ন ওয়ার্ডে মানুষের কল্যানে কাজ করছে। আমি আমার নেতাদের নির্দেশে যখন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি, তখনই কিছু ব্যক্তির গাত্রদাহ শুরু হয়েছে, তারা আমাকে হেওপ্রতিপন্ন করার জন্য আমার বিরদ্ধে সংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে এসময় তার সাথে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান।

Popular

More like this
Related

যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবিতে ‌ যশোরে সাংবাদিকদের মানববন্ধন 

যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবিতে ‌ যশোরে সাংবাদিকদের মানববন্ধন ...

সি ইউ সির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ

সি ইউ সির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র...

নির্বাচন যত বিলম্বিত হবে, পরাজিত শক্তিরা মাথা চাড়া দিয়ে উঠবে- অধ্যাপক নার্গিস বেগম 

নির্বাচন যত বিলম্বিত হবে, পরাজিত শক্তিরা মাথা চাড়া দিয়ে...

চৌগাছায় আবারো দশ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় অভিযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় মিঠু হোসেন (২৫) নামের...