যশোরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

যশোরে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,তালবাহানা করে নির্বাচন পেছানোর পায়তারা হচ্ছে। কিন্তু নির্বাচন যত দেরি হবে, দেশ ততো বেশী গভীর সংকটে নিমজ্জিত হবে। তাই দেশের সংকট উত্তরণে এখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
গতকাল সোমবার যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের ত্যাগ অপরিসীম। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনুরুদ্ধারে আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জিয়া পরিববার ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছেন। তাই গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিগত দিনের মত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দলের নেতাকর্মীদের অবিচল থাকতে হবে।
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পদাক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

Popular

More like this
Related

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত যশোর শহরের রেল রোড...

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল ফিলিস্তিনের অবরুদ্ধ...

তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল সরকার

তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল সরকার বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন...

প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহকে গ্রেফতার করল ইসরাইল

প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহকে গ্রেফতার করল ইসরাইল অধিকৃত জেরুজালেমের...