গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

Date:

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
গাজা সরকারি মিডিয়া অফিসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
মিডিয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বোমা হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এর আগে একটি চিকিৎসা সূ্ত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছিল, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭৮ জন উপত্যাকার দক্ষিণাঞ্চলের।
আলজাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি বিমান হামলায় অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।
এদিকে আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলার ফলে কমপক্ষে ২০ জন নিহত এবং আরও ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলের আল-দারাজ পাড়া শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল আল-তাবি’ইন স্কুলে ইসরাইলি যুদ্ধবিমান ও বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এছাড়াও দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে মাওয়াসি এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষদের ওপর ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদের মতে, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরাইল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়েছে।
ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরাইল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইসরাইল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল।
এছাড়া ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তারা বলেছে, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে (ইসরাইলি সামরিক বাহিনী) এবং শিন বেইট গাজা উপত্যকা জুড়ে সন্ত্রাসী সংগঠন হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে আক্রমণ করছে।

Popular

More like this
Related

যশোরে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবস পালিত 

যশোরে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবস পালিত  যশোরে...

অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির পৃথক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপির পৃথক জরুরী মতবিনিময়...

চৌগাছায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪, একজন পলাতক

চৌগাছায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪, একজন পলাতক যশোরের চৌগাছায়...

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত যশোর শহরের রেল রোড...