যশোরে জামায়াতের ইফতার মাহফিল ও বদর দিবস পালিত যশোরে ফতেপুর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামের ইফতার দোয়া মাহফিল ও বদর দিবস অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার ১৮ মার্চ বিকালে হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল আয়োজন করে ফতেপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের।
ইফতারের পূর্বে বাংলাদেশ জামায়াত নেতা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস সংক্ষিপ্ত বক্তব্যই বলেন
পবিত্র মাহে রমজান মাসের তাৎপর্য, ইসলামের নানা দিকনির্দেশনা শরীয়তের মাসালা ও মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কুরআন গ্রন্থ নাজিল করেছেন। এছাড়া নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর্দশ। সত্য মিথ্যা পার্থক্য কুরআনের বাণীর মাধ্যমে এই মাসে বদর প্রান্তে কাফেরদের সাথে যুদ্ধে বিজয় লাভ সেই সময়ের ইসলামের তাৎপর্য র্প্রেক্ষাপটে তুলে ধরেন।
এছাড়া ফতেপুর ইউনিয়নে তাদের উপর জুলুম নির্যাতন, জুলাই গণঅভ্যুত্থান, বর্ণনা কথা তুলে ধরেন।
ইউনিয়ন জামায়াতের আমীর গোলাম কুদ্দুস সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সাবেক ভিপি সরকারি এম এম কলেজ শাখা আব্দুল কাদের, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল জলিল,মানবসম্পদ বিভাগ জেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন, হাফেজ মাওলানা মইনুদ্দিন প্রমুখ।
আরো অন্যান্যদের মধ্যে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা জহির উদ্দিন,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন, ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক মাওলানা তৌফিকুর রহমান,জামায়াত নেতা ও শিক্ষক আলী আকবর,
প্রমুখ ।
ইফতার পূর্বে হাফেজ মাওলানা মইনুদ্দিন পরিচালনায় দেশের কল্যাণ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করেন বিশেষ দোয়া করেন।