যশোরের প্রতিবন্ধীর ভিখারিনির শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ এক বাক প্রতিবন্ধীর ভিখারিনীর শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়েছে। যশোর উপজেলার চুড়ামনকাটি এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। ওই নারীর ষষ্ঠ শ্রেণিপড়ুয়া ১১ বছরের কন্যার পরিবার যশোর কোতোয়ালি থানায় মঙ্গলবার রাতে অভিযোগ দিয়েছেন।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়ার পিয়ার আলী মণ্ডলের ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগটি আনা হচ্ছে। যশোর পুলিশ বিষয়টি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে পদক্ষেপ গ্রহণ করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে যশোর কোতোয়ালি পুলিশ জানায়,বাক প্রতিবন্ধী ওই নারী তার ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে চুড়ামনকাটি বাজারের একটি চাতালে বসবাস করেন। মেয়েক ঘরে রেখে তিনি ভিক্ষা করতে বের হন।
শিশুটির অভিযোগ, মা ভিক্ষার করতে বাইরে গেলে তাদের ঘরে কয়েক দিন ধরে আব্দুর রহমান যাতায়াত করতে থাকে। মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে। সবশেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে রহমান শিশুটির ঘরে গিয়ে তাকে পাশের একটি বন্ধ দোকানের সামনে ডেকে আনে। সেখানে তাকে আবারও মোবাইলের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রহমান। বিষয়টি মেয়েটি পরদিন তার মাকে জানায়।
শিশুটির মায়ের ভাষ্য,মেয়ে আমাকে পুরো ঘটনাটি বলার পর আমি স্থানীয় কয়েকজনকে জানাই। এরপর আজ মঙ্গলবার দুপুরে রহমানের স্ত্রী আমার ঘরে এসে আমরা তার স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করলে আমাদের এলাকা ছাড়তে হবে বলে হুমকি দেয়।’
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাংবাদিকদের বলেন, ‘আমি মেয়েটির সাথে কথা বলছি। পরিবারটি এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবু অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।