রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রীন সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে তারাবো বিশ্বরোড এলাকার গ্রীন সিটি মার্কেটে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটে থাকা দোকানগুলোর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তারাবো ব্রিজে যানজটের কারণে এসে পৌঁছাতে পারেনি।
কাচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দিবাগত রাত ২টার দিকে গ্রীন সিটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে তিনি জানান।

Popular

More like this
Related

ভিনির গোলে নাটকীয় জয় ব্রাজিলের

ভিনির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ম্যাচটা তখন শেষ হওয়ার...

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০  ইসরায়েলি সামরিক বাহিনী...

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির 

আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির ...

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব আটক

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব আটক যশোরের চিহ্নিত সন্ত্রাসী...