ভারতে পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮, আহত ৪০

Date:

ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে অন্তত আটজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। কারণ, আহতদের মধ্যে অন্তত ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, জয়পুরে আজমের রোডে একটি পেট্রল পাম্পের বাইরে ভোরে একটি সিএনজি ট্যাংকার দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক এসে ট্যাংকারে ধাক্কা দিলে সেটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনে পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়। এতে ৮জন নিহতসহ বহু লোক আহত হন। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘আগুনে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত ট্রাকের সংখ্যা স্পষ্ট নয়। পুড়ে যাওয়া আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ’

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে ৩০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বেশ কয়েকটি যানবাহন সম্পূর্ণরূপে পুড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন চালক দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে।

এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি বিশাল আগুনের শিখা এবং এর ওপরে কালো ধোঁয়া, যা কয়েক কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল।

জ্বালানি ট্যাংক ফেটে যাওয়ার কারণে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তারা বলছেন, যে ট্রাকটি এসে সিএনজি ট্যাংকারে ধাক্কা দিয়েছিল তাতে বিপুল রাসায়নিক পদার্থ ছিল। সেই রাসায়নিক ছড়িয়ে পড়লে আগুনও খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দগ্ধদের দেখতে হাসপাতালে গেছেন ও এই ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন।

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...