দিনে বাড়ে তাপমাত্রা, রাতে তীব্র শীত

Date:

শৈত্যপ্রবাহের পর ১০ ডিগ্রির ওপরে উঠেছে পঞ্চগড়ের তাপমাত্রা। ফলে তাপমাত্রার রেকর্ডে শীত হাড় কাপাচ্ছে রাতভর। আবার সকালের রোদে কমে যায় শীতের তীব্রতা।

শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার থেকে তাপমাত্রা রেকর্ড হচ্ছে ১০ ডিগ্রির ওপরে। ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে কিছুটা হ্রাস পেয়েছে শীতের তীব্রতা।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বরাবরের মতোই কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। কর্মচাঞ্চল্যতা দেখা যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে।

চা বাগানে কাজ করা আব্দুল করিম ও কামাল হোসেন বলেন, আগের থেকে শীত কমে গেছে। তবে প্রচণ্ড ঠান্ডা লাগে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। এ সময়টায় হাড় কাপতে শুরু করে। সকালে রোদ উঠে যাওয়ায় তাপমাত্রা বাড়তে থাকলে দিনে হারিয়ে যায় শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজও দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রা বৃদ্ধিতে পেয়ে কিছুটা হ্রাস পেয়েছে শীতের তীব্রতা।

Popular

More like this
Related

যশোরে মধ্যরাতে নাইটগার্ডকে বেঁধে ডাকাতির ঘটনায় মামলা

যশোরে একটি ইজিবাইকের শোরুমে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় মামলা...

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২...

যশোরে শীতার্তদের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ কর্মসূচি

রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১নং রামনগর ইউনিয়ন, যশোর...

যশোরে অপারেশনকালে ধরা খেয়ে শ্রীঘরে স্যাকমো ফিরোজ কবির

ফিরোজ কবির। এমবিবিএস পাস না করেও তিনি বিরাট সার্জন।...