ইউক্রেনে লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে, শর্ত ছাড়াই সমঝোতায় রাজি পুতিন

Date:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন প্রশ্নে আপস করতে প্রস্তুত বলে জানিয়েছেন। বিনা শর্তেই যুদ্ধ শেষ করতে রাজি তিনি। এই প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলতে চান। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

পুতিন জানান, তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান। এ-ও দাবি করেন, বহু বছর হলো ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার। এর পরেই পুতিনকে প্রশ্ন করা হয়েছিল, দু’জনের কথা হলে তিনি কী জানাবেন? কী প্রস্তাব দেবেন? এর জবাবে পুতিন বলেন, ‘সব সময়েই বলেছি, আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত।’

তিনি জানান, ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তাদের যা লক্ষ্য ছিল, সেটা পূরণ হওয়ার মুখে। পুতিনের কথায়, ‘আমার মতে, যে সব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান, সেই সংখ্যাটা শিগগিরই ফুরিয়ে যাবে। কেউ আর যুদ্ধ করতে চাইবে না। আমরা আলোচনায় প্রস্তুত, তবে উলটো দিকের লোকজনকে বুঝতে হবে। তাদেরকেও সমঝোতা করতে হবে।’

পুতিন আরও জানিয়েছেন, ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোনো শর্ত রাখতে চান না। গত মাসেও তিনি বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান, যে জমি তারা দখল করেছেন, তাতে ছাড় হবে না। সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটোয় যোগ দেওয়ার উচ্চাশাও ছাড়তে হবে।

Popular

More like this
Related

জার্মান রাজনীতিতে ডানপন্থিদের সঙ্গে আঁতাতের বিরুদ্ধে বিক্ষোভ

জার্মান পার্লামেন্টে একটি কঠোর অভিবাসন আইন পাসে খসড়া বিল...

গোপালগঞ্জে পুলিশের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, আহত ৮

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেওয়ায় পুলিশের...

ফেব্রুয়ারিতে তাপমাত্রা কমবে না বাড়বে জানাল আবহাওয়া অফিস

ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে...

কার হাতে উঠছে আজ ফাইনালের টিকিট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ ধাপের লড়াই শুরু আজ...