হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব: সাকি

Date:

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, সরকারের প্রতি প্রত্যাশা অনেক। তবে আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে, এমনটা নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বলেছে, ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতোমধ্যে অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কী কী সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

কুমিল্লায় একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে।

Popular

More like this
Related

১৭ জেলায় সাব-রেজিস্ট্রার বদলির প্রস্তাব অনুমোদন

আইন ও বিচার বিভাগের বিচার শাখার ১৭ জেলার সাব-রেজিস্টার...

টিউলিপের দুর্নীতি তদন্তে বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা

যুক্তরাজ্যের সাবেক নগর মন্ত্রী এবং লেবার পার্টির এমপি টিউলিপ...

কামাল অঝোরে কেঁদে বললেন, ‘হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলাম’

ছাত্র-জনতার আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট ঢাকার মিরপুরে মহিউদ্দিন...

জার্মান রাজনীতিতে ডানপন্থিদের সঙ্গে আঁতাতের বিরুদ্ধে বিক্ষোভ

জার্মান পার্লামেন্টে একটি কঠোর অভিবাসন আইন পাসে খসড়া বিল...