প্রশাসনের সমন্বয়হীনতায় চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে: রিজভী

Date:

প্রশাসনের সমন্বয়হীনতার কারণে সারাদেশে ‘চুরি-ডাকাতি-ছিনতাই’ বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, চুরি-ছিনতাই বেড়ে গেছে। ৯ জন মানুষ ছিনতাইকারীদের হাতে নিহত হল। সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করতে পারছে না।

সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দোয়া মাহফিলের আয়োজন করে।

রিজভী বলেন, ‘আমরা কিছু বললেই বলা হয়, রাজনীতিবিদরা ৫৩, ৫৪ বছরে কিছুই করতে পারেননি। যদিও ’৭১, ৯০ ও ২৪ সবকিছু রাজনীতিবিদদের সমন্বয়েই হয়েছে। আপনারা (অন্তর্বর্তী সরকার) বিদ্যুৎ বন্ধ করে সংস্কারের মাস্টারপ্লান করবেন, সেটি বিশ্বাসযোগ্য নয়। আপনাদের প্রতি দেশ ও জনগণের যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে, তা বজায় রাখুন।

তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে জানা এবং অনিয়মকে না বলাই সংস্কার। সরকার প্রধান যদি কাউকে অন্যায়ভাবে জেল দিতে বলেন, সাজা দিতে বলেন- আর বিচারক যদি না বলেন, এটাই সংস্কার। ডিসি ও এসপিরা যদি মন্ত্রী-এমপির অন্যায় আদেশ না শুনে সঠিক পথে কাজ করেন, এটিই সংস্কার। যেটি শেখ হাসিনার আমলে হয়নি।

রিজভী বলেন, তথ্য পাচ্ছি- বাংলাদেশে অনেক গুম ও খুনের সঙ্গে ভারত জড়িত। ভারত যে জড়িত তা অস্বীকার করা যাবে না। তার প্রমাণ আমাদের সালাহউদ্দিন আহমেদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য)। আওয়ামী লীগের সঙ্গে ভারতের এতই গভীর বন্ধুত্ব যে, দলটির অনেক দায় ভারত নিয়েছে। ভারত ও পতিত আওয়ামী লীগ অনেক দাবার চাল দেবে, এজন্য সাবধান থাকতে হবে।

বিএনপি’র যুগ্ম-মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসীর অনেক প্রত্যাশা। আশা করি বর্তমান শাসকরা আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবেন না। এ সরকার মানুষের কাছে আরও বেশি প্রসারিত হতো যদি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতো।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) জয়নুল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

Popular

More like this
Related

যশোরে বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত

গতকাল ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে...

স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অভাবের সংসার, চরম অনটনে চলে। একমাত্র কন্যা সন্তানের বিয়ের...

চৌগাছায় আ.লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে যুবদলের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরনের যুবদলের...