বিএসএফের বিরুদ্ধে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

Date:

সিলেট: গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ), এমন অভিযোগ উঠেছে।

রোববার (২৩ ডিসেম্বর) রাতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়।

সোমবার (২৪ ডিসেম্বর) ভারতের মেঘালয় রাজ্যের জোয়াইন পুলিশ স্টেশনে বিএসএফ তাদের হস্তান্তর করে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো মিসিং কেসও করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন কয়েকজন শ্রমিকের স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছি। যাদের ধরে নিয়ে গেছে তারা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা কেন সীমান্তে গিয়েছিলেন বা কীভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল বলেন, বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া ১৩ যুবক চোরাই পণ্য আনতে গিয়ে ধরা পড়েছে, এমন খবর পেয়েছি। এর বেশি কোনো কিছু জানা যায়নি। আমরা খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Popular

More like this
Related

যশোরে বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী মিছিল অনুষ্ঠিত

গতকাল ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আওয়ামীলীগ বিরোধী...

শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের ঢল

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ ১৬ বছর পর ঢাক ঢোল পিটিয়ে...

স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

অভাবের সংসার, চরম অনটনে চলে। একমাত্র কন্যা সন্তানের বিয়ের...

চৌগাছায় আ.লীগের লিফলেট বিতরনের প্রতিবাদে যুবদলের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আওয়ামী লীগের লিফলেট বিতরনের যুবদলের...