ইরানকে বিশৃঙ্খলা ছড়ানো বন্ধ করতে বলল সিরিয়া

Date:

সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানো বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

পোস্টে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। সিরিয়ায় বিশৃঙ্খলা ছড়ানো থেকে আমরা তাদের সতর্ক করছি। সর্বশেষ মন্তব্যের পর প্রতিক্রিয়া দেখানো হলে তাদের দায়ী করা হবে।’

তবে কোন মন্তব্য তা উল্লেখ করেননি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ‘যারা নিরাপত্তাহীনতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্পের সঙ্গে সিরিয়ার যুবকদের দাঁড়াতে হবে। আমরা ধারণা করছি যে, সিরিয়ায় একটি শক্তিশালী এবং সম্মানিত গোষ্ঠীর আবির্ভাব হবে। কারণ আজ সিরিয়ার যুবকদের হারানোর কিছু নেই। তাদের স্কুল, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর, রাস্তাঘাট অনিরাপদ।’

গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। ইরান ১৩ বছরের সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদকে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে সমর্থন করে। পাশাপাশি মিত্রকে ক্ষমতায় রাখতে সিরিয়ায় বিপ্লবী গার্ডও মোতায়েন করেছিল তেহরান।

Popular

More like this
Related

কানাডা-মেক্সিকোর ওপর মার্কিন শুল্ক আপাতত স্থগিত

কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য...

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি...

যশোরে চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা

যশোরে চাঁদার টাকা না পেয়ে সম্রাট (২৫) নামে এক...

‘ব্লক’ খাওয়া হৃদয় লেটার মার্ক দিলেন অভিভাবক তামিমকে

আগের দুই বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা পারফর্মার...