আজারবাইজান থেকে রাশিয়াগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। মধ্য এশিয়ার দেশটির জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ওই উড়োজাহাজে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিলেন। আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় তিন শিশুসহ ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আরও জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকতে পারে। ঘটনাস্থলে থাকা চিকিৎসাকর্মীদের উদ্ধৃত করে বলা হয়েছে, এখন পর্যন্ত চারটি মরদেহ পাওয়া গেছে।
উড়োজাহাজাটি মাটিতে অবতরণ করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয় জানায়, ফায়ার সার্ভিস উড়োজাহাজ দুর্ঘটনায় সৃষ্ট আগুন নিভিয়েছে।
মস্কো থেকে আল জাজিরার সংবাদদাতা ইউলিয়া শাপোভালোভা জানান, প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাশিয়ার গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার আগে উড়োজাহাজটি বিকল্প একটি বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়েছিল।
রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, পাইলট একটি পাখির সাথে ধাক্কা লাগার পর উড়োজাহাজটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ জানায়, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন। বুধবার একটি শীর্ষ সম্মেলনে তার অংশ নেওয়ার কথা ছিল।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানায়, কাজাখস্তানের কর্তৃপক্ষ বিভিন্ন সম্ভাব্য কারণ নিয়ে তদন্ত শুরু করেছে, যার মধ্যে একটি প্রযুক্তিগত সমস্যাও রয়েছে।